সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। শুক্রবার উপজেলার বিটঘর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীনগর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি সায়েদুল হক সাঈদ। আয়োজকরা জানায়, আর্তমানবতার ও নবীনগরবাসীর সেবায় বিনামূল্যে মেডিকেল ও ঔষধ বিতরণী কর্মসূচি মোঃ সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিটঘর ইউনিয়নে “ফ্রি মেডিকেল ক্যাম্প” পরিচালনা করা হয়।“ফ্রি মেডিকেল ক্যাম্প” কর্মসূচী প্রাথমিকভাবে বিটঘর ইউনিয়ন থেকে শুরু হয়েছে। নবীনগরের প্রত্যেক জন-সাধারণের নিকট পৌঁছে দিতে এ কার্যক্রম ইউনিয়ন-ইউনিয়ন চলমান থাকবে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ডাক্তারের তত্বাবধানে ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে পরিচালিত হচ্ছে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।