প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৪:২৭ অপরাহ্ণ
সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে। শুক্রবার উপজেলার বিটঘর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবীনগর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি সায়েদুল হক সাঈদ। আয়োজকরা জানায়, আর্তমানবতার ও নবীনগরবাসীর সেবায় বিনামূল্যে মেডিকেল ও ঔষধ বিতরণী কর্মসূচি মোঃ সায়েদুল হক সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিটঘর ইউনিয়নে "ফ্রি মেডিকেল ক্যাম্প" পরিচালনা করা হয়।
"ফ্রি মেডিকেল ক্যাম্প" কর্মসূচী প্রাথমিকভাবে বিটঘর ইউনিয়ন থেকে শুরু হয়েছে। নবীনগরের প্রত্যেক জন-সাধারণের নিকট পৌঁছে দিতে এ কার্যক্রম ইউনিয়ন-ইউনিয়ন চলমান থাকবে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ডাক্তারের তত্বাবধানে ও বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে পরিচালিত হচ্ছে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.