শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইলে প্রতীক বরাদ্দে পর নৌকার প্রার্থীকে ট্রাক প্রতীকের সমর্থন

টাঙ্গাইল প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মামুন অর রশিদের নৌকা প্রতীককে সমর্থন দিয়ে ট্রাক প্রতীকের প্রার্থী(স্বতন্ত্র) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।প্রার্থীতা প্রত্যাহার করে নৌকা প্রতীককে সমর্থন দিয়ে জামিলুর রহমান মিরন জানান, যদিও আইনি কারণে তার প্রতীক নির্বাচনে থাকছে। কিন্তু তিনি নির্বাচনে প্রার্থী থাকছেন না। কর্মী-সমর্থকদের তিনি নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা সহ সব কাজে অংশ নেওয়ার আহব্বান জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়