টাঙ্গাইল প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মামুন অর রশিদের নৌকা প্রতীককে সমর্থন দিয়ে ট্রাক প্রতীকের প্রার্থী(স্বতন্ত্র) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদের সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন তিনি।প্রার্থীতা প্রত্যাহার করে নৌকা প্রতীককে সমর্থন দিয়ে জামিলুর রহমান মিরন জানান, যদিও আইনি কারণে তার প্রতীক নির্বাচনে থাকছে। কিন্তু তিনি নির্বাচনে প্রার্থী থাকছেন না। কর্মী-সমর্থকদের তিনি নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা সহ সব কাজে অংশ নেওয়ার আহব্বান জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.