শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে  নেতা হত্যা, বিচা‌রের দা‌বি‌তে ঝাড়ু মিছিল 

উলিপুর (কু‌ড়িগ্রাম) প্রতি‌নি‌ধিঃ কুড়িগ্রামের উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামকে হত‌্যার প্রতিবা‌দ ও দোষী‌দের গ্রেপ্তার ক‌রে দ্রুত বিচা‌রের দা‌বি‌তে ঝাড়ু মিছিল করেছে উপ‌জেলা মহিলা দল ও বিএন‌পির অঙ্গসংগঠ‌নের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩১ ডি‌সেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উলিপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোড়ে গিয়ে সমাবেশ করেন। এ সময় পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসীন আলী, নিহত যুব নেতা আশরাফুল ইসলামের  বোন আফরোজা বেগম, কন্যা পাপড়ি খাতুন প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়