প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ৭:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ৫:০৩ অপরাহ্ণ
উলিপুরে নেতা হত্যা, বিচারের দাবিতে ঝাড়ু মিছিল
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছে উপজেলা মহিলা দল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উলিপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মসজিদুল হুদা মোড়ে গিয়ে সমাবেশ করেন।
এ সময় পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা বেগম, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসীন আলী, নিহত যুব নেতা আশরাফুল ইসলামের বোন আফরোজা বেগম, কন্যা পাপড়ি খাতুন প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.