বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

অনার্স এর বর্ষের বোর্ড চ্যালেঞ্জ A to Z

এই ভিডিওতে যা যা দেখানো হয়েছে-
► আবেদন করতে কি কি লাগে,
► কিভাবে A to Z আবেদন করতে হয়,
► কি ভাবে পেমেন্ট করতে হয়,
► পেমেন্টের সব থেকে সহজ মাধ্যম কোনটি,
► কি ভাবে বিকাশ দিয়ে পেমেন্ট করা যায়,
► পেমেন্ট হয়েছে কি না তা চেক করার উপায়।

সতর্কতাঃ নির্ধারিত সময়ের পূর্বে ও পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা দিলে সমস্যা হতে পারে। তাই ভুলেও এই কাজ করবেন না।