বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপণ কর্মসূচি

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনন্য পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়। রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগে কমপ্লেক্স প্রাঙ্গণে ১০০টি বনজ ও ফলজ গাছ প্রদান ও রোপণ করা হয়, যা হাসপাতালের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাফিজুর রহমান। তিনি স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে নিজ হাতে গাছ রোপণ করেন এবং কর্মসূচির শুভ সূচনা করেন।

এই মহতী কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান তপন। তার সঙ্গে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, এবং আরও অনেক স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি ও কর্মী।

তাঁদের এই মানবিক ও সচেতন প্রয়াসে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, সেবিকা, কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ জনগণ। সম্মিলিতভাবে রোপণ করা হয় আমলকী, হরতকি, থাই বাদাম, নারিকেল, পেয়ারা, বেলিফুলসহ নানা প্রজাতির বনজ ও ফলজ গাছ।

ডা. মোঃ হাফিজুর রহমান বলেন, সকল শ্রেণির রাজনৈতিক নেতাদের এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এই কাজ আমাদের শুধু পরিবেশ নয়, সামাজিক ঐক্যকেও শক্তিশালী করে তোলে।

এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে হাসপাতাল চত্বর হয়ে উঠবে আরও সবুজ, নির্মল ও রোগীবান্ধব। রোগীরা পাবেন প্রকৃতির ছায়ায় স্নিগ্ধতা, আর আগামী প্রজন্ম পাবে একটি সুস্থ, পরিবেশবান্ধব বার্তা। আপনারাও এই সুন্দর উদ্যোগের কথা ছড়িয়ে দিন সামাজিক মাধ্যমে—তাদের এই ভালো কাজে আরও উৎসাহ দিন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়