গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ০১জন শিশু নিহত হয়। ২৯ শে এপ্রিল আনুমানিক ৫ঃ৩০ ঘটিকায় নিহত শিশু কাজল বালা (০৪), পিতা- অভিজিৎ বালা, গ্রাম- ভেন্নাবাড়ি, সাতপাড়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।
জানা যায়, উল্লেখিত কাজল বালা তার মায়ের সাথে রাস্তা পারাপারের সময় গোপালগঞ্জ থেকে টেকেরহাট গামী মোটরসাইকেল ধাক্কা দিলে সে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যায়। পরবর্তীতে আহত অবস্থায় তার পরিবার সদস্যরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি বর্তমানে হাসপাতালে রয়েছে।
উল্লেখিত মোটরসাইকেল আরোহী ও মোটরসাইকেল টি স্থানীয় বৌলতলী পুলিশ ফাঁড়ি আটক করে। এ ব্যাপারে স্থানীয় থানায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।