তাড়াশে এলজিইডির অফিসে দুদকের অভিযান


তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সংবাদ প্রকাশ হয়। বিশেষ করে ‘ ব্রিজের রড বিক্রির অভিযোগ এলজিইডির বিরুদ্ধে ’ এ সংবাদটির সূত্র ধরে মঙ্গবার প্রায় দিনভর দুর্নীতি দমন কমিশন (দুদক) এলজিইডির তাড়াশ অফিসে অভিযান পরিচালনা করেন। এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর নিশ্চিত করেন, সংবাদের সূত্র ধরেই অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে ‘ হস্তান্তরের আগেই বিদ্যালয় ভবনে ফাটল, নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয় ভবন নির্মাণের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ, ব্যক্তিমালিকানা জায়গায় মাছের সেড নির্মাণের অভিযোগের সংবাদ প্রকাশিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, দুদক আসতেই পারে। আমাদেরও কিছু ভুলভ্রান্তি রয়েছে। এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বলেন, এলজিইডির বাস্তবায়নাধীন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।