বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আগৈলঝাড়ায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রবিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় বজ্রপাতে শারমিন খানম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য আমবৌলা গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন দুই সন্তানের জননী ছিলেন। নিহত শারমিন খানমের বাবার নাম মৃত আবু হাওলাদার এবং স্বামীর নাম শাহিন হোসেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে শারমিন খানম বাড়ির আঙিনায় কাজ করতে ছিলেন।

এ সময় আকস্মিক বজ্রপাতের শিকার হলে তাকে পাশ্ববর্তী গোপালগঞ্জের কোটালীপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শারমিনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়