বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘ইথিক্যাল প্রিন্সিপ্যালস অব ইউনিভার্সিটি টিচিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল, ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার গুণগত মান ও মানম্মত শিক্ষা একান্ত দরকার। শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও মানবিক গুনাবলীর বিকাশ ঘটানো খুবই জরুরি।
উপাচার্য এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য বেরোবির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, এই কর্মশালা শিক্ষকদেরকে আরও সমৃদ্ধ করবে, পাশাপাশি শিক্ষার্থী ও সমাজের সকলের মাঝে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে সহায়ক হবে। আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।
আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ ও ড. মোঃ আব্দুর রকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালয় অংশগ্রহণ করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.