মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তারের দাবীতে বান্দরবানে বিক্ষোভ

বান্দরবান প্রতিনিধি: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবীতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলা। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বান্দরবান সদরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনের সামনে জড়ো হয় এবং আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশে বিচারের নামে অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছে, স্বৈরাচারি ফ্যাসিষ্ট সরকারের মদতে তিনি বিভিন্নভাবে আইন বিভাগে অনিয়ম করে গেছে। এবিএম খায়রুল হক এর কারণে অনেকের জীবন নি:স্ব হয়ে গেছে।

এসময় বক্তারা, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানান। এসময় এডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এডভোকেট আবু হেনা মোস্তফা কামাল রুমোর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এডভোকেট উম্যাসিং মার্মা, এডভোকেট জাহাঙ্গীর আলম খান। এসময় এডভোকেট আমিন উল্লাহ বিপ্লব, এডভোকেট জয়নাল আবেদীন ভুইয়া, এডভোকেট মোঃ ইসমাইল, এডভোকেট রোশনী বিনতে জহুর, এডভোকেট মেনুসাং মার্মা, এডভোকেট রাজীব চন্দ্র ধর, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট শোয়াইবুল ইসলাম, এডভোকেট মোঃ ইব্রাহিম, এডভোকেট আলী জহুরসহ বিভিন্ন আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়