মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিচারপতি খায়রুল হকেকে গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি: সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর আখ্যা দিয়ে তাকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবী জানিয়েছে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ বিকাল ২ টায় জেলা আদালত প্রাঙ্গনে বিচারপতি এবি এম খায়রুল হককে গ্রেফতার ও পতিত সৈরাচারের মদদপুষ্ট সকল বিচারকদের অপসারণের দাবীতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. মাসুক আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বারের সভাপতি এড মু. আব্দুল হক, পাবলিক প্রসিকিউটর মল্লিক মইন উদ্দিন সোহেল, এডিশনাল পিপি জিয়াউর রহমান শাহীন, নারী ও শিশু আদালতের পিপি আব্দুল জলিল, এডিশনাল পিপি শাহিনুর রহমান শাহিন, এডিশনাল পিপি মামুনুর রশিদ কয়েস,এসিসট্যান্ট পাবলিক প্রসিকিউটর আজমল হোসাইন, এড কামাল হোসাইন প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। অজ্ঞাত কারণে অদ্যাবধি তাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হয়নি। অথচ তার বিচার বাংলাদেশের জনগণের গণদাবি।

এ ক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগই এখন পর্যন্ত নেয়নি। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় আমরা অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতে ফ্যাসিবাদের দোসর ও চিহ্নিত দুর্নীতিবাজ ও দলবাজ বিচারকদের অপসারণ দাবি করছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়