মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গফরগাঁওয়ে ডাকাতির অডিও ফাঁস: স্বেচ্ছাসেবকদল নেতার স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকাতির পরিকল্পনার অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত গফরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. রনি মিয়ার স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ভুক্তভোগী মো. খাইরুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি গফরগাঁও থানায় দায়ের করা অভিযোগে জানান, গত ২০ এপ্রিল ‘Md Alfaj’ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি কল রেকর্ড ফাঁস হয়। অডিওতে তার বাড়িতে হামলা ও লুটপাটের পরিকল্পনার ভয়াবহ চিত্র উঠে আসে।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত মো. রনি মিয়া (৩৮), পিতা- মৃত হাইদুল ইসলাম খেলু, গ্রাম- গড়াবের, এক সহযোগীর সঙ্গে কথোপকথনের মাধ্যমে পরিকল্পনা করেন— রাত দুইটার দিকে প্রথমে সিসিটিভি ক্যামেরা কসটেপ দিয়ে ঢেকে দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হবে। এরপর পরিবারের সদস্যদের হাত, মুখ ও চোখ বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ব্যাটারিসহ মূল্যবান সামগ্রী লুটে নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগীর স্ত্রীর ভিডিও ধারণ করে তা ভাইরাল করে অর্থ আদায়েরও ছক করা হয়। অডিও ফাঁসের পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগী খাইরুল ইসলাম জানান, তিনি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর তিনি গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রেক্ষিতে গত ২৭ এপ্রিল রবিবার দুপুর ১২টায় গফরগাঁও উপজেলার পাঁচপাই বাজারে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী খাইরুল ইসলাম, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, আবদুস সামাদ, মো. রনি নিয়া সহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন। বক্তারা বলেন, রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল পদে থেকে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া অত্যন্ত নিন্দনীয়।

তারা অভিযুক্ত রনি মিয়ার স্থায়ী বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়