মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে আস্থা প্রকল্পের আয়োজনে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত 

রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে  হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ  ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনা বৃদ্ধি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ডিএসকে হাসপাতাল হলরুমে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহযোগিতায় ও আস্থা প্রকল্পের আয়োজনে  এ সভা  হয়।সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা যুব ফোরামের আহবায়ক রাজেশ গৌড়। সভায় বক্তব্য দেন দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালী হাসান,  উপজেলা যুব ফোরামের যুগ্ম আহ্বায়ক নুরে আলম খান, যুগ্ম আহ্বায়ক  মৃদুলা ইরিন মিরা প্রমুখ।  সভা সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের মাঠ কর্মকর্তা ঝলমল সরকার। 

সভায় বক্তারা বলেন,  বৈষম্যমুক্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত  সমাজ গঠনে যুবদের হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করতে হবে।  এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা।এলাকায় অনৈতিক কাজ, অনিয়ম ও দুর্নীতিসহ সকল নেতিবাচক ঘটনা ঘটলে অংগ্রহণকারীরা হুইসেল ব্লোয়ার হিসেবে ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়