সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন: সিইসি


সংবাদের আলো ডেস্ক: সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। সেইসাথে মে মাসের ১৫ তারিখের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ভোটিং সিস্টেম উন্নয়ন’ সংক্রান্ত সেমিনারে এ আহ্বান জানান তিনি।
সিইসি বলেন, আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এবং ভোটারদের শিক্ষাগত যোগ্যতাসহ সব বিষয় বিবেচনা করেই প্রবাসীদের ভোটদানের পদ্ধতি ঠিক করতে হবে।
অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এমআইএসটি ও বুয়েট প্রবাসীদের ভোটদানের তিনটি পদ্ধতির কথা উল্লেখ করে কমিশনে পৃথক প্রতিবেদন জমা দিয়েছে। এতে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং- এ তিন পদ্ধতির কথা বলা হয়। সেইসাথে এসব পদ্ধতিতে ভোট নিতে গেলে যেসব সমস্যা হতে পারে সে বিষয়গুলোও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
এ সময় প্রবাসী ভোটিং প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতকরণ, সিস্টেম ডিজাইন, কারিগরি সম্ভাব্যতা, যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়নসহ নানা বিষয়ে আলোচনা হয় সেমিনারে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।