গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও লক্ষ্য এক: আলী রীয়াজ


সংবাদের আলো ডেস্ক: গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও সবার লক্ষ্য এক। সবার ঐক্যের ওপর নির্ভর করবে এই প্রক্রিয়ার সাফল্য। এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সূচনা বক্তব্যেই এ কথা বলেন আলী রিয়াজ।
তিনি বলেন, জাতীয় সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়। সবাই একত্রে বসে পথ খোঁজার চেষ্টা চলছে।গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই প্রধান লক্ষ্য।
এদিকে, জুনের শুরুতেই নূন্যতম প্রশ্নে ঐকমত্য তৈরি হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, জনগণ এবং রাজনৈতিক দলের গণতান্ত্রিক অভিযাত্রার আকাঙ্ক্ষা পূরণে ঐকমত্য কমিশন সফল হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।