মো: নিজাম উদ্দিন হারুন: বরগুনার বামনায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ টার সময় বামনা উপজেলা পরিষদ চত্তরে খরিপ/১ ২০২৪-২০২৫ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠিত হয় । বিনামূল্যে এ বীজ ও সার বিতরনে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা।
উপজেলা কৃষি অফিসার মোসা: ফারজানা তাসমিনের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া প্রমুখ। উপজেলার চার ইউনিয়নের ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষক পেয়েছেন ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি করে এমওবি ও ড্যাব সার। এসময় কৃষি অফিসার উপস্থিত কৃষকদেরকে উৎপাদন বৃদ্ধির সার্বিক পরামর্শ দেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.