শিবগঞ্জে ধান-চাল সংগ্রহের উদ্বোধন


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: চলতি মৌসুমে বগুড়ার শিবগঞ্জে প্রকৃত কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা পরিতোষ কুমার কুন্ডু, ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) জহিরুল হক, চালকল মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সদস্য রবিউল আলম প্রমুখ।
এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় সররকারি প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা ও প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। শিবগঞ্জে সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৭৭২ মেট্রিকটন। ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৩৭৭ মেট্রিকটন। ২৭ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। এই সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিকটন ধান সরকারী গুদামে বিক্রয় করতে পারবেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।