পূর্বধলায় ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় ডাচ বাংলা ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় পূর্বধলা প্রেসক্লাবে উক্ত কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংকের হেড অব এফআইসিডি মোঃ ফরহাদ মাহমুদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মনছুর রহমান, ময়মনসিংহ মোবাইল ব্যাংকিং রিজিওনাল ম্যানেজার মোঃ ফিরোজ আলম, নেত্রকোণা রকেট ও এবি অফিস সিনিয়র কমপ্লায়েন্স ম্যানেজার ও ইনচার্জ নিবাস চন্দ্র কর্মকার, নেত্রকোণা রকেট ও এবি অফিসের এরিয়া ম্যানেজার মো:আবু সায়েম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন এজেন্ট ব্যাংক পরিচালকগন, জনপ্রতিনিধিগণ, সম্মানিত গ্রাহকগণ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়িক, স্কুল কলেজের পড়ুয়া ছাত্র-ছাত্রী সহ নানা পেশার লোকজন।
স্বাক্ষরতা বিষয়ক কর্মশালায় বক্তারা ব্যাংকিং এর বিভিন্ন সুবিধা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।