গাইবান্ধা প্রতিনিধি: প্রকৃত কৃষকের কাছ থেকে ৫০ লক্ষ টন ধান ক্রয়ের দাবিতে সোমবার কৃষক—ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে শহরের পুরাতন বাজারের গেটের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কৃষক—ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের গাইবান্ধা জেলা সমন্বয়ক রেবতী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির জেলা নেতা জেলা নেতা আব্দুল্যাহ আদিল নান্নু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা নেতা গোলাম রব্বানী, ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক কৃষক নেতা জাহিদুল হক, ক্ষেতমজুর সমিতির এমদাদুল হক, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের আফরোজা আব্বাস, ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নেতা পরমানন্দ দাস, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির আব্দুল্যাহ সরকার প্রমুখ।
বক্তারা ফসলের লাভজনক মূল্য প্রদান, ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র স্থাপন, ভুমিহীন কৃষকসহ প্রকৃত কৃষকদের কৃষি কার্ড প্রদান, ক্রয়কৃত ধান চাতাল মালিকদের গুদামে সংরক্ষণ ও সংকটকালে চাল করে নিম্ন আয়ের মানুষদের নিকট বিক্রয়,পল্লী রেশনিং চালু, ধান ক্রয় ব্যবস্থা দুর্নীতিমুক্ত ও সহজ করা, কৃষি উৎপাদনের ব্যয় কমানো, কৃষি ভর্তুকি সরাসরি কৃষককে প্রদান, খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থা বৃদ্ধি, সিন্ডিকেট ভেঙে কৃষক সমবায় বাজার গড়ে তোলা, বিএডিসিকে সক্রিয় করা, স্বল্প সুদে ও সহজ শর্তে কৃষি ঋন প্রদান ও কৃষি সংস্কার কমিশন গঠন এবং পত্রিকার হকার আনিস মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.