সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের কুখ্যাত তিন সদস্য সহ ৮ জন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেইসাথে ১৫০ কেজি ক্ষুদ্র যন্ত্রাংশ, ১৯ টি ব্যাটারি ও একটি ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করেছে। সোমবার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এ তথ্য জানান। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, পোরশা থানার সোভাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল জব্বার (৪০), সাপাহার থানার ধবলডাঙ্গা গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ সেলিম (৩০), মোঃ শহিদ খান (৩৪), মোঃ কাওছার আলী মৃধা (২৪), মোঃ আব্দুল মতিন মোল্লা (৫০), মোঃ জিয়াউর রহমান (৪২), মোঃ আজিজুল মণ্ডল (৬৪)।
লিখিত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন জানান, গত ২৭ এপ্রিল সাপাহার উপজেলার নোচনাহার বাজার থেকে রাত সাড়ে ৭ টার সময় মোঃ সাদিকুল ইসলাম (৩২) তার নিজের অটো চার্জার চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ইলিমপুর মোড় থেকে হরিপুর বাজার রোডে ইলিমপুর ব্রীজের কাছে পৌছানো মাত্রই রাস্তার পাশে ওৎপেতে থাকা ০৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি টমটম থামায়। তাকে গাড়ি থেকে টেনে নামায় এবং তার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে পাশের আম বাগানে নিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে অটো চার্জার ছিনতাই করে নিয়ে যায়। তিনি আরও জানান, গত ২৫ এপ্রিল দিবাগত রাত ৩ টার সময় আবারো পোরশা উপজেলার সবাইগাছী নাজায় হইতে আড্ডা বাজার রাস্তার মশিনপুর এলাকা থেকে একটি অটো চার্জার ভ্যান চালককে আটকিয়ে এলোপাতাড়ি মারপিট করে হত্যার ভয় দেখিয়ে আরো একটি চার্জার ভ্যান ছিনতাই করে নিয়ে যায়।
এরপর ২৭ এপ্রিল জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন এবং তাদের কাছে থাকা লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন। ডাকাতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি, তারা জেলার সংগঠিত একাধিক ডাকাতি এবং দস্যুতা ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। অটোচার্জার ছিনতাই করে ব্যাটারি এবং বডি আলাদা আলাদা যন্ত্রাংশে পরিনত করে খুচরা ভাবে বিক্রি করে থাকে। প্রসঙ্গত, কুখ্যাত ডাকাত মোঃ সেলিম বহুল আলোচিত সাপাহার উপজেলা আমায়াত এর সেক্রেটারি আব্দুল্লাহিল কাফি হত্যা মামলার অন্যতম প্রধান আসামী।
মোঃ আব্দুল জব্বারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ টি ডাকাতি ও চুরি মামলা, মোঃ নুরুজ্জামান এর বিরুদ্ধে ০৪ টি ডাকাতি ও চুরি মামলা এবং মোঃ সেলিম এর বিরুদ্ধে ০৮ টি ডাকাতি ও চুরি মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন, গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.