কুড়িগ্রাম প্রতিনিধি: "আইনগত সহায়তা মানবাধিকার নিশ্চিত করে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ কুড়িগ্রামের নাগেশ্বরীতে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫।অদ্য ২৮ এপ্রিল এ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, বিএনপি’র আহ্বায়ক গোলাম রসুল রাজা, প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি মো. রফিকুল ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে আসছে।
এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সেবার সুযোগ সম্পর্কে অবহিত করতেই এই দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, স্থানীয় নেতৃবৃন্দ এবং নানা শ্রেণিপেশার মানুষ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.