সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উত্তরায় সাংবাদিককে অপহরণচেষ্টা, গ্রেফতার ২

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর উত্তরায় সময়ের কণ্ঠ নামের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদক আবু হাসানকে অপহরণের সময় তাকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রো পুলিশের উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম। ভুক্তভোগীর অভিযোগ, সন্ধ্যায় একটি মেয়ে তাকে ফোন দিয়ে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। রাত আনুমানিক ৮টা থেকে ৮টা৪৫ মিনিটের মধ্যে নর্থ টাওয়ারের কাছাকাছি তারা দেখা করে। মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন তাকে জোর করে গাড়িতে তোলে। পরে সে গাড়ির গ্লাস ভেঙে বাইরে লাফিয়ে পড়ে।

তার চিৎকার চেঁচামেচিতে পুলিশ ও স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ফয়সাল সোহেল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ। জব্দ করা হয় মাইক্রোবাসটিও। পুলিশ জানায়, চক্রের সাথে জড়িতদের তথ্য তাদের হাতে এসেছে, শিগগিরই বাকিদেরও গ্রেফতার করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়