সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চিম্বুক পাহাড়ে ভাল্লুকের আক্রমনের শিকার এক নারী

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভাল্লুকের আক্রমনের শিকার হয়ে এস্টার বম (৩১) নামের এক নারী আহত হয়েছেন। আহত নারী বর্তমানে বান্দরবানে একটি বেসরকারি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবান-থানচি সড়কের ১৭ মাইলে চোয়ানচুংপাড়া বম ছাত্রাবাসের এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্ত্রী সন্তানসহ মোটরসাইকেলে করে বান্দরবান- থানচি সড়কের ৫ মাইলে নিজেদের বেথানিপাড়া থেকে এম্পুপাড়ায় যাচ্ছিলেন।

১৭ মাইলে চোয়ানচুংপাড়া বম হোস্টেল পেরিয়ে সড়কটির ঢালুতে নামার সময় জঙ্গল থেকে একটি ভাল্লুক অতর্কিতভাবে হামলা চালায়।চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সেখান থেকে বান্দরবান সদরে ইম্মানুয়েল মেডিকেল সেন্টারে আনা হয়। ভুক্তভোগীর স্বামী লাল তান জুয়েল বম বলেন, হঠাৎ করে জঙ্গল থেকে নেমে তার স্ত্রীকে ভাল্লুক আক্রমণ করে। তবে মোটরসাইকেলের নিচে চাপা থাকায় তাকে ও দাঁড়িয়ে থাকা তাদের শিশু সন্তানকে ভাল্লুকটি আক্রমণ করতে পারেনি।

সে সময় তাদের ভাল্লুকটির উচ্চতা আনুমানিক পাঁচ ফুট হবে বলে জানান তিনি। ইমানুয়েল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, ভাল্লুকের আক্রমণে ওই নারীর কোমড়ের ওপরে, পিঠেসহ শরীরের কয়েকটি স্থানে ক্ষত হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। ভুক্তভোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে ওই নারী শঙ্কামুক্ত বলে তিনি জানান। টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, যাওয়ার পথে ভাল্লুক আক্রমনে এক নারী শিকার হয়েছে বলে খবর পেয়েছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়