সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পূর্বধলায় এসএসসি পরীক্ষার্থীদের উপর হামলা আহত ৩

আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় এসএসসি পরীক্ষার জন্য কেন্দ্রে যাওয়ার পথে তিনজন পরীক্ষার্থী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আজ রোববার সকাল ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের চল্লিশা গ্রামে এ ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থীরা হলেন, কাজল মিয়ার ছেলে মো: হ্রদয় মিয়া (১৭), রিয়াজ উদ্দিনের ছেলে সাজু মিয়া (১৭) সাইফুল ইসলামের ছেলে শাহিন মিয়া (১৬)। তারা সবাই কাজলা গ্রামের বাসিন্দা। তারা শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাটি ইউনিয়নের চল্লিশা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আব্দুস সোবাহান (৬৫), এবং তার ২ ছেলে জুয়েল মিয়া (২৫), জুবায়ের হোসেন (১৭) রাস্তার উপর ধানের আটি ফেলে চলাচলে বাধা সৃষ্টি করেন।

পরীক্ষার্থীরা রাস্তা পরিষ্কার করে দিতে অনুরোধ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধান কাটার ধারালো কাঁচি দিয়ে পরীক্ষার্থী হৃদয়, সাজু ও শাহিনকে আঘাত করা হয়। আহত অবস্থায় তিন পরীক্ষার্থী শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছালে কর্তৃপক্ষ তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেন। খবর পেয়ে পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত পরীক্ষার্থীদের চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব নেন।

তিনি বলেন, “এই ঘটনার গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এবিষয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো: রহুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়