সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাংলাদেশে ইন্টেলেকচুয়াল প্রপার্টির অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চুয়েট ভিসি

চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বাংলাদেশে ইন্টেলেকচুয়াল প্রপার্টির অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আস্থা ও সুনামের সঙ্গে কাজ করতে হবে। উদ্ভাবন ও সৃষ্টিশীলতাকে উৎসাহিত করার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক অত্যন্ত গভীর। জাতি হিসেবে আমরা যত বেশি জ্ঞানভিত্তিক উদ্ভাবন ও সৃষ্টিশীলতাকে কাজে লাগাব, তত বেশি সমৃদ্ধির দিকে অগ্রসর হতে পারব। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারকে মেধা সম্পদ অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং এই অধিকারগুলো কার্যকর করার জন্য আইনি ব্যবস্থা জোরদার করতে হবে।

গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রণোদনা প্রদানের মাধ্যমে উদ্ভাবন ও সৃজনশীলতার জন্য আরও অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করতে হবে। আজ ২৭ এপ্রিল (রবিবার) ২০২৫ খ্রি. দুপুর ২.৩০ ঘটিকায় চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “ফিল দ্যা বিট অব আইপি” শীষর্ক স্লোগানে আয়োজিত “সেমিনার অন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি (আইপি) ডে” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

এতে কী-নোট স্পীকার ছিলেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। এতে সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। সেমিনার সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়