ঢাকা বরিশাল মহা সড়কের রাজৈর কামালদী নামক স্থানে মোটর বাইক দূর্ঘটনায় চালকসহ আহত ২


রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যায় ঢাকা বরিশাল মহা সড়কের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কামালদী নামক স্থানে বেপরোয়া গতিতে মটর বাইক চালানোর সময় ঢাকা থেকে বরিশাল গামী একটি গাড়ি মোটর বাইকটিকে চাপ দিলে মোটর বাইকটি সড়কের পাশে থাকা মাইল পোস্ট এর সাথে ধাক্কা লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। এতে মটর বাইকে থাকা দুই জনই মারাত্মক ভাবে আহত হন। এক জনের অবস্থা আশংকা জনক। দুর্ঘটনার সংবাদ পেয়ে সাধুরব্রীজ হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোঃ শেখ আরব আলী দ্রুত আহতদের রাজৈর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রোগির অবস্থা খারাপ দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
আহতরা হলেন মাদারীপুর সদর থানার শিরখাড়া গ্রামের মোঃ কাউছার মিয়ার ছেলে মোঃ নাহিদ (১৮) ও উত্তর কুচিয়ামোড়া গ্রামের রেজাউল হক এর ছেলে মোঃ রোমান (১৯)। দৈনিক সংবাদের আলো পত্রিকার রাজৈর প্রতিনিধি হাইওয়ে থানায় যোগাযোগ করলে এস,আই শেখ আরব আলী নিশ্চিত করেন এখন পর্যন্ত কোন মামলা হয় নাই।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।