রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, যেখানেই মাদক সেখানেই প্রতিবাদ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে মাদকবিরোধী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার এলাকায় সচেতন নাগরিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক  লিটন মিয়া’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলম। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুসা, দপ্তর সম্পাদক আরিফুর ইসলাম,

ডোয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেন মেম্বার,সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান আরিফ, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুল ইসলাম সফি, ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম সুজাত, সহ সভাপতি ডাক্তার মামুন, ক্রীড়া সম্পাদক নাঈম হোসেন, দপ্তর সম্পাদক মজনু রানা, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আশিক মিয়া,ছাতনেতা বিশাল আহমেদ। এছাড়াও স্থানীয় বিভিন্ন পেশাজীবীসহ সচেতন নাগরিকরা সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের ছোবলে দিনদিন এলাকায় যুব সমাজ নষ্ট হচ্ছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা নেশায় আসক্তি হয়ে পড়ছে। মাদকের কারনে এলাকায় চুরি ছিনতাই বেড়েছে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ  অনতিবিলম্বে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। এলাকা থেকে মাদক নির্মুলের কঠোর ব্যবস্থা গ্রহন না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন সমাবেশ থেকে বক্তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়