রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে পরীক্ষা কেন্দ্রে খাতা দেখতে না দেওয়ায় মারধরে আহত পরীক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে পরীক্ষা কেন্দ্রে খাতা দেখতে না দেওয়ায় অন্য পরীক্ষার্থীদের মারধরে আহত ইমন হোসেনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। গত শুক্রবার ভোরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত ১৮ এপ্রিল তাকে মারধর করা হয় জানায় পরিবার। ইমন হোসেন শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইমদাদুল মোল্লার ছেলে। সে খুকনী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। নিহত ইমনের বাবা ইমদাদুল মোল্লা বলেন, গত ১৭ এপ্রিল এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে পাশে বসা কয়েক পরীক্ষার্থী  সহপাঠী ইমনের খাতা দেখে পরীক্ষা দিতে চাইলে ইমন তাতে রাজি হয়নি। এ ঘটনার জেরে পর দিন শুক্রবার বিকেলে দুই সহপাঠী ইমনকে ডেকে নিয়ে যায়।

এরপর পার্শ্ববর্তি বেলকুচি উপজেলার দৌলতপুর নতুন পাড়ায় (আটারদাগ) নিয়ে গিয়ে কয়েকজন মিলে মারধর করে। এতে ইমনের বাম পাশের মাথার খুলি ভেঙ্গে যায়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা করা হয়। গত বুধবার তাকে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার ভোরে আবারো তাঁর অবস্থার অবনিত হলে তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইমন মারা যায়। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করলে গতকাল তার দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে বেলকুচি থানার ওসি জাকেরিয়া ইসলাম বলেন, নিহত শিক্ষার্থী ইমনের স্বজনরা আজ সকালে থানায় মামলা করতে এসেছেন। মামলা শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়