শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ফসলি জমিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৬ এপ্রিল শনিবার উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সুতানাল দিঘী সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, এই এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করে গভীর গর্ত এবং জমিতে থাকা বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিতে ফেলা হয়। খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন। এসময় ৩ টি ট্রাক ও ১ টি স্কেভেটর জব্দ এবং ১ টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের নেতৃত্বে অভিযানে গ্রাম পুলিশ ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, বৈদ্যুতিক খুটির ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে। নালিতাবাড়ীতে অবৈধ বালুর প্রকোপ একেবারে কমিয়ে আনার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। অন্যায়কারীদের পক্ষে সুপারিশ না করার আহ্বানও জানান এসি ল্যান্ড।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.