বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, “পাহাড়ের ব্যবসা-বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে এবং কাপ্তাই হ্রদকে কাজে লাগিয়ে খুব দ্রুত পার্বত্য এলাকার অর্থনৈতিক চেহারা বদলে দেওয়া সম্ভব।
তিনি বলেন, “পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ছাড়া ব্যবসার প্রসার সম্ভব নয়। এজন্য উদ্যোক্তাদের সহজ শর্তে ব্যাংক ঋণ প্রাপ্তির বিষয়ে সহায়তা দেওয়া হবে।
আজ শনিবার (২৬ এপ্রিল) রাঙামাটির ভেদভেদিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগারের হলরুমে রাঙামাটি চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুপ্রদীপ চাকমা জানান, রাঙামাটিতে বাজার ফান্ডের জমি সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করা হবে, যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে কাজ করতে পারেন। পাশাপাশি কাপ্তাই হ্রদকে পর্যটন আকর্ষণে রূপান্তর করতে ব্যবসায়ীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক মোঃ নিজাম উদ্দিন, আব্দুল মন্নান, মোঃ জসিম উদ্দিন, ওবাইদ উল্লাহ মনসুর, জহির আহম্মেদ, শামীম খান, ও জহির উদ্দিনসহ অনেকে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.