রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সীমান্তে ফের স্হলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে ফের আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে জুবাইর নামে এক যুবকের পা বিছিন্ন হয়ে গেছে। শনিবার (২৬ এপ্রিল ) রাত সাড়ে ৮টার দিকে চাকঢালা বিওপির কাছাকাছি ৪৪ নম্বর সীমান্ত পিলারের জিরো লাইনে এই ঘটনা ঘটে। আহত জুবাইর চাকঢালা লাম্বামাঠ গ্রামের আব্দুল হকের ছেলে।

এদিকে খবর পেয়ে স্থানীয়রা মাইন বিস্ফোরণে আহত যুবকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা শেষ ওই যুবককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুল হক বলেন, ‘সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে বলে খবর পেয়েছি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়