রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় চালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রিয়াদ হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার প্রসাদপুর-ফেরিঘাট সড়কের বৈরাগিপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত রিয়াদ হোসেন উপজেলার জামদই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে এবছর জামদই গতিউল্লা আলিম মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়রা জানান, চালবোঝাই একটি ট্রাক গোডাউনে যাওয়ার জন্য বৈরাগিপাড়া মোড়ে মোড় নিচ্ছিল। এ সময় প্রসাদপুর বাজারের দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল ট্রাকটিকে ধাক্কা দিলে, মোটরসাইকেলে থাকা রিয়াদ হোসেন ও ফাহিম হোসেন ছিটকে পড়ে যান।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত রিয়াদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়