রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাদশা গ্রেফতার

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মনোয়ার হোসেন ওরফে বাদশাকে গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার(২৪এপ্রিল) দিবাগত রাত ১১টার সময় নওগাঁ জেলার পাশ্ববর্তী বগুড়ার জেলার আদমদীর্ঘি উপজেলার সান্তাহার পৌরসভার তার নিজ ব্যবসা প্রতিষ্টান ষ্টার হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। বাদশা নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া উইনিয়নের নতুন সাহাপুর এলাকার(ষ্টার হোটেলের মালিক) মৃত ওসমান সরদালের ছেলে। পুলিশ ও মামলার বিবরণে জানা যায়,২০১৫ইং সালে ব্র্যাক ব্যাংক লিমিচে নওগাঁ শাখা থেকে সান্তাহার ষ্টার হোটের প্রো: সোহেল রানা ১০ লাখ টাকা লোন নেন।

সময় মতো লোন পরিশোধ করতে না পারায় ২০২১ সালে জুলাই মাসে সোহেল রানা, (ষ্টার মালিকের অপর একটি প্রতিষ্টান এর মাঠ কর্মী) আব্দুর রহিম ও মনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেন ব্র্যাকের প্রতিনিধি আব্দুর বারী। দীর্ঘ শুনানী শেষে ২০২৪ সালে সেপ্টেমবর মাসের ১৯ তারিখে নওগাঁ ১ম যুগ্ম জেলা জজ সোহেল রানাকে ২মাস,আব্দুর রহিম ও মনোয়ার হোসেন বাদশাকে ১মাস করে কারাদন্ড প্রদান করেন এবং ২০২৫ সালের ১২ জুন হাজিরা দেয়ার নির্দেশ দেন।রায়ের পর থেকে তিনজন আসামী পলাতক রয়েছে।

এর মধ্যে গত কয়েক দিন আগে আব্দুর রহিমকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তবে আব্দুর রহিম এই ১০ লক্ষ টাকার জামিনদার ছিলেন। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরে আলম সিদ্দিক বলেন,বৃহস্পতিবার (২৪এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাদশাকে গ্রেফতার করা হয়।শুক্রবার সকালে নওগাঁ কারাগারে

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়