পর্যটকবাহি প্রাইভেটকারের চাপাত শিশু নিহত


কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা পানি জাদুঘরের সামনে পর্যটকবাহী প্রাইভেটকারের চাপায় ইব্রাহিম খলিল ওরফে জাবের নামে সাত বছরের শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটেছে। সে কুয়াকাটা সংলগ্ন হোসেন পাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। নিহতের স্বজনরা জানায়, আজ দুপুরে পাখিমারা পানি জাদুঘরের সামনের সড়কে নানার সাথে দাড়িয়ে ছিলো জাবের। এসময় কুয়াকাটা ভ্রমণ শেষে পাঁচজনের পর্যটকবাহী একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো-গ ২৪-১৫৭১ গাড়িটি মাদারীপুর যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটির মাথা, বুক ও পা রক্তাক্ত জখম হয়।
এসময় শিশুটির স্বজনসহ গাড়িতে থাকা পর্যটকরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনার কবলে পড়া মাইক্রোবাসটি এলাকার লোকজন আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।