শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই 

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষন চেস্টার অভিযোগে আজমির হোসেন (৩০) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। শনিবার (২৬ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকা ২নং ওয়ার্ডের চালা পতেঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয় বিক্ষুদ্ধ জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজমির পৌর এলাকার চালা সাতমাথা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, আজ সকালে চালা পতেঙ্গা মসজিদের সামনে যমুনার শাখা নদীর পাশের বনের ভিতর একটা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পাই। শব্দ শোনার সাথে সাথে ঘটনাস্থলে  এগিয়ে যাই।

সেখানে গিয়ে দেখি ৫ম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে আজমির জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করছে। আমরা মেয়েটিকে তার কাছে থেকে উদ্ধার করি। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে গণধোলাইয় দেয়। পরে পুলিশ বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারা আরো জানান, আজমির ইতিপূর্বে ধর্ষনের অভিযোগ জেল খেটেছে । সে স্থানীয় প্রভাবশালীদের হাতিয়ার হিসেবে কাজ করার কারণে সে বার বার অপকর্ম করে রেহায় পায়। সে ভবিষ্যত জীবনে এধরণের কাজ যেন না করতে পারে সে জন্য প্রশাসনের কাছে  উপযুক্ত শাস্তিও দাবী করেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, আমরা আজমির নামের এক যুবককে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা গণধোলাই দিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করেছি। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় এনেছি । আজমিরের বিরুদ্ধে থানায় ধর্ষনের মামলা রয়েছে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়