সিরাজগঞ্জের তাড়াশে বাজারপাড়া সার্বজনিন দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর


সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বাজারপাড়া সার্বজনিন দূর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর করার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাতটার দিকে এ ঘটনাটি ঘটে, তাড়াশে বাজারপাড়া সার্বজনিন দূর্গা মন্দিরে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনার সিসি ফুটেজ দেখে আব্দুল মালেক (৪৫) নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে, উপজেলার মাগুড়া বিনোদ গ্রামের মো. মোজদার হোসেনের ছেলে আব্দুল মালেক ওই মন্দিরে ঢুকে সেখানে বেদিতে রাখা স্বরস্বতীর প্রতিমা মেঝেতে ফেলে দেয়। এরপর লাঠি দিয়ে তাতে এলোপাথারি আঘাত করে টুকরো টুকরো ভেঙ্গে ফেলে।
পরে স্থানীয় লোকজন বিষয়টা দেখে তাকে আটক করে থানায় খবর দেয়। পরবর্তীতে তার পরিবারের লোকজন ও তার সাথীরা এসে তাকে জোর করে ছাড়িয়ে নিয়ে যায়। এ বিষয়ে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ সান্যাল জানান, ওই পরিবারের লোকজন আমাদেরকে জানালে আমরা প্রশাসনকে জানাই। আমি ও আমার সভাপতি ডাঃ গোপাল ঘোষ ঘটনাস্থলে যাবার পর জানতে পারি, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে রেখেছিল কিন্তু তার পরিবারের লোকজন এসে তাকে ছিনতাই করে নিয়ে যায়। এর আগেও একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে আর যেন না ঘটে তার জন্য প্রসাশনকে বিষয়টা দেখতে বলেছি।
আমরা জানতে পারি অভিযুক্তকে মাগুড়া থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটা বৈঠক হয়, যেখানে ওসি সাহেব, বিএনপির নেত্রীবৃন্দ, জামায়াত এর নেত্রীবৃন্দ, পূজা উদযাপনের নেত্রীবৃন্দ ও অভিযুক্ত পরিবারের লোকজন উপস্থিত ছিল। সেখানে একটা সিদ্ধান্ত হয় তাকে কোন ভাবেই ছাড়া যাবে না। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।