বান্দরবানে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু


বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলায় নাইক্ষ্যংছড়িতে বাড়ির পাশে বটতইল্লাঝিরি বেড়ি বাঁধের পানিতে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ক্যাংগারবিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনে মেয়ে মোক্তা মনি (৯) ও মোহাম্মদ হোসেনের ছোট ভাই মো. ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কয়েকজন বেড়ি বাঁধের পানিতে গোসল করতে নামলে একপর্যায়ে মোক্তা মনি ও জেসি মনিপানিতে ডুবে যায়।
এ সময় অন্যান্য শিশুদের কাছে খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন। এ ঘটনায় খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করেন। পরিবার দুটির পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি বলে জানান তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।