‘নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়’, তাসনিম জারার স্পষ্ট বার্তা


সংবাদের আলো ডেস্ক: ডা. তাসনিম জারা ও ডা. জাহাঙ্গীর কবিরসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সম্প্রতি একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। ওই নোটিশ নিয়ে অবশেষে মুখ খুলেছেন ডা. তাসনিম জারা। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে তাসনিম জারা লিখেন, ‘গত কয়েকদিন ধরে, আমার ছবি এবং “অশ্লীল সংস্কৃতি” প্রচারের একটি অযৌক্তিক অভিযোগসহ মিডিয়াতে একটি আইনি নোটিশ প্রচারিত হচ্ছে। এমন ভিত্তিহীন কিছু খণ্ডন করার দরকার নেই। তবে আমি কথা বলতে চাই কারণ নীরবতা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়।’
তিনি বলেন, ‘যখন আপনি পরিষ্কার হাত ও খোলা মন নিয়ে জনজীবনে প্রবেশ করেন, তখন আপনি মনে করেন যে সংগ্রাম হবে চিন্তা নিয়ে, নীতি নিয়ে, স্বপ্ন নিয়ে। কিন্তু তারা আপনার ধারণার সাথে তর্ক করার আগে, তারা আপনার নাম কলঙ্কিত করার চেষ্টা করে। এটি একটি পুরোনো কৌশল, যা লজ্জা দেওয়া, বিভ্রান্ত করার জন্য এবং বিকৃত করার জন্য নেওয়া হয়েছে। কিন্তু আমি বিভ্রান্ত হব না এবং এমন লজ্জা বহনও করব না, যা আমার নয়।’
এনসিপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, ‘বছরের পর বছর ধরে, আমি জনস্বাস্থ্যসেবায় কাজ করেছি, মানুষের সাহায্য করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে অতিরিক্ত সময় দিয়েছি। আমার নাম ব্যবহার করে ভুয়া পেজ এবং ভেজাল ওষুধ সম্পর্কে বারবার জনসাধারণকে সতর্ক করেছি। যারা এখন সেই বাস্তবতাকে শিরোনামে রূপান্তরিত করার চেষ্টা করে তারা একটি জিনিস ভুলে যায়: জনগণ মনে রাখে।’ তাসনিম জারা বলেন, ‘তারা মনে রাখে যখন তাদের উত্তরের প্রয়োজন হয় তখন কে তাদের পাশে দাঁড়িয়েছিল। তারা সেই কণ্ঠস্বর মনে রাখে যা বিশৃঙ্খলার সময় শান্তভাবে ব্যাখ্যা করেছিল। তারা মনে রাখে কে ভাঙা ব্যবস্থাকে শোষণ করার পরিবর্তে সংশোধন করার চেষ্টা করেছিল। আর রাজনীতিতে, স্মৃতি শব্দের চেয়ে বেশি শক্তিশালী।’
তিনি আরও বলেন, ‘আমি আরামের জন্য এখানে আসিনি। আমি জেনেই এসেছি যে এটি কঠিন হবে। জেনেই এসেছি যে এটি নোংরা হবে। কিন্তু আমি এই বিশ্বাস নিয়েও এসেছি যে আমরা ভিন্নভাবে, সততার সাথে, শালীনতার সাথে, সাহসের সাথে রাজনীতি করতে পারব।’ তাসনিম জারা লিখেন, ‘আর যারা মনে করছেন এই বিতর্কে আমি পিছিয়ে পড়বো, তাদের উদ্দেশে বার্তা একটাই—”না, আমি পিছিয়ে আসবো না। না, আমি লুকাবো না। না, আমি তোমাদের খেলা খেলবো না।” বরং, এই অবস্থান আমার সংকল্পকে আরও দৃঢ় করেছে। কারণ যখন মিথ্যাই অবশিষ্ট থাকে, এর মানে হলো আপনার সত্য ইতোমধ্যে যুক্তিতে জিতেছে। তাদের কথা বলতে দিন। আমি কাজ চালিয়ে যাব।’
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।