জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে চলমান অস্থিরতার অবসান ঘটাতে – নাটোরে দুলু


মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধি: “জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারই পারবে চলমান অস্থিরতার অবসান ঘটাতে”। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে নাটোর সদর উপজেলার ৪ নং লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ের দরাপপুর হাইস্কুল মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি এই সরকারকে দ্রুত একটি গ্রহনযোগ্য নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশ প্রেমিক হিসাবে সম্মানের সহিত বিদায় নেয়ার আহবান জানান।
অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, দরাপপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও জেলা যুবদলের সহ সভাপতি কবির হোসেন কাঙ্গাল সহ দরাপপুর ইউনিয়ন বিএনপির অন্যান্য নেত্রীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুধী সমাজ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।