শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় হামলা করে টাকা ছিনতাইয়ে থানায় মামলা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মীদের মারপিট করে ক্যাশবাক্স থেকে টাকা ছিনতাই ও আহতের অভিযোগ উঠেছে। 

বুধবার (২৩ এপ্রিল) রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে টোল প্লাজার পাঁচ কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  দুপুরে লালমনিরহাট সদর থানায় লা গোকুন্ডা ইউনিয়নের মোস্তফি এলাকার আবদুস সামাদ ব্যাপারীর ছেলে মাহফুজার রহমান ওরফে রাজু কে প্রধান আসামি করে আরও ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

টোল প্লাজার কর্মীরা জানায় টোল না দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে প্রায় ৪০ জনের একটি দল এই হামলা চালানো হয়। তবে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়  হামলা চালালো নেতৃত্বকারি মাহফুজার রহমান ওরফে রাজু গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদেও আছেন।

তিস্তা সড়ক সেতুর টোল আদায়ের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রংপুর শহরের মেসার্স রানা কনস্ট্রাকশনের পরিচালকমণ্ডলীর সদস্য মো. নাজমুল আলম মামলাটির বাদী হয়েছেন। মামলার সূত্রে জানা যায়, বুধবার বেলা ৩টায়  মাহফুজার রহমান (৪০) ও  আবদুর রহিম (৪২) মোটরসাইকেল যোগে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে অবস্থিত তিস্তা সড়ক সেতু পার হচ্ছিলেন। তাঁরা টোল প্লাজায় এসে টোল না দিয়ে মোটরসাইকেল দ্রুত চালিয়ে যেতে থাকলে তাঁদের থামার জন্য সংকেত দেন টোল প্লাজার কর্মীরা। তাঁরা টোল দেবেন না, এমনকি তাঁদের আরও যত গাড়ি আছে, সেই গাড়িগুলোও টোল দেবে না বলে তাঁরা হুমকি-ধমকি দেন। এ সময় তাঁদের সঙ্গে টোল প্লাজার কর্মীদের কথা–কাটাকাটি হয়। ওই ঘটনার পর রাত আটটার দিকে মাহফুজার রহমানের নেতৃত্বে মামলার এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনের একটি দল দা, ছোরা, লোহার রড ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেল ও অটোযোগে মোস্তফির দিক থেকে তিস্তা টোল প্লাজায় হামলা করেন। হামলাকারীরা কর্মচারীদের মারপিট করেন। এ সময় টোল প্লাজার কর্মচারী মো. জুয়েল ইসলামকে (৩৭) মারপিট ও ভয়ভীতি দেখিয়ে টোল প্লাজার ক্যাশবাক্স থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা প্রধান আসামি মাহফুজার ছিনিয়ে নেন। এ সময় টোল প্লাজায় ভাঙচুর করা হয়। টোল প্লাজায় কর্মরত কর্মীরা প্রাণভয়ে দৌড়ে পাশে থাকা আরেক ক্যাশঘরে প্রবেশ করেন। এ সময় সেখানেও হামলা চালানো হলে টোল প্লাজার ম্যানেজার সুরুজ্জামান (৪০) গুরুতর আহত হন। সুরুজ্জামানের ক্যাশবাক্স থেকে মিঠু (৩৮) ও আবদুর রহিম (৪২) নামের দুজন ৮ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন। এমন তাদের হামলায় আহত জুয়েল ইসলাম (৩৭) মোসলেম উদ্দিন (৪০) ও আক্কাস আলীসহ আরও এক টোল কর্মী। 

মামলার বাদী নাজমুল আলম এক প্রশ্নের জবাবে বলেন, ‘যাঁরা হামলা, মারপিট ও ১৪ লাখ টাকা ছিনতাই করেছেন, তাঁদের রাজনৈতিক পরিচয় যা–ই হোক না কেন, তাঁদের মূল পরিচয় এখন অপরাধী ও সন্ত্রাসী। তাঁরা টোল প্লাজার কর্মীদের বিনা দোষে বিনা উসকানিতে মারপিট করে গুরুতর আহত করেছেন। নগদ ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছেন। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ১৪ লাখ টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, ‘তিস্তা সেতুর টোল প্লাজায় হামলার সংবাদ পেয়ে বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়