শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শয়তানের সাথে কম্প্রোমাইজ হলেও, আওয়ামীলীগের সাথে নয় – টুকু

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ৫ আগস্টের ঘটনার পর যারা আওয়ামী লীগের সাথে আতাত করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, শয়তানের সাথে কম্প্রোমাইজ হলেও, আওয়ামীলীগের সাথে নয়। শেখ হাসিনা ১৬ বছর আমাদের জ্বালিয়েছে, এর বিচার মহান আল্লাহ করেছেন- পরনের কাপড় পড়ারও সময় পাননি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপির সদস্য নবায়ন ফরম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বিভিন্ন অফিসে আওয়ামী লীগের দোসর যারা চাকরি করছে বা করতে চায়, তাদের সুযোগ দেওয়া যাবে না। দেশটাকে তারা লুটেপুটে খেয়েছে, এদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, যুবদলের আহ্বায়ক এম এ আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শম্ভু নাথ দাস, সদস্য সচিব শেখ সোহেল আহমেদ, ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর হোসেন প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়