শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উল্লাপাড়ায় চোর ধরতে গিয়ে বিপদে একটি পরিবার

রায়হান আলী: চোর ধরার চেষ্টার করে বিপদে পড়েছে মোনারুল ইসলাম তালুকদার নামের একটি পরিবার। মোনারুল উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামের বাসিন্দা। চোরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে চোরের মা রেখা খাতুন সিরাজগঞ্জ আদালতে চোর ধরার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রেখা খাতুন বড়হর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য এবং একই গ্রামের বাসিন্দা। মোনারুল ইসলাম অভিযোগ করেন, চলতি এপ্রিল মাসের ৬ তারিখে তাদের বাড়ি এবং পার্শ্ববর্তী আল হেলাল ও হামিদ তালুকদারের বাড়িতে চুরি হয়। চোরেরা তাদের বাড়ি থেকে মোবাইল ফোন মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় মোনারুল ও তার লোকজন উক্ত ইউপি সদস্য রেখা খাতুনের ছেলে অপূর্ব আনসারীকে ধরে ফেলে এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে অপূর্ব আনসারী তার ব্যবহৃত মোবাইল ফোন সেট এক জোড়া জুতা একটি গেঞ্জি ও একটি গামছা ফেলে রেখে পালিয়ে যায়।

পর দিন তারা চোরের ফেলে যাওয়া সামগ্রীসহ গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে রেখা খাতুনের বাড়িতে জমা দিয়ে এর বিচার চেয়ে আসেন। রেখা খাতুন ও তার স্বামী ফিরোজ আনসারী বিচার দিতে সম্মত হন। মোনারুল আরও অভিযোগ করেন, রেখা খাতুনের পরিবারের লোকজন দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার ছেলে অপূর্ব চুরির সঙ্গেও জড়িত। এ ব্যাপারে গ্রামের মাতব্বররা শালিসী বৈঠক ডাকলে রেখা খাতুনের পরিবার অনুপস্থিত থাকে। ফলে ভেস্তে যায় বৈঠক। অপর দিকে রেখা খাতুন চলতি মাসের ১০ তারিখে সিরাজগঞ্জ আমলী আদালতে (খ অঞ্চল) মোনারুল ইসলাম তার আত্মীয় হেলাল তালুকদারসহ মোট ৭ জনের বিরুদ্ধে একটি সন্ত্রাসী কার্যক্রমের মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের বিরুদ্ধে মারপিট, বাড়ি ঘর ঘেরাও এবং বাদীদের হত্যার হুমকির অভিযোগ আনা হয়। যা সম্পূর্ণ মিথ্যা।

এরপর গ্রামের মাতব্বরগণ ১৮ এপ্রিল একটি শালিসী বৈঠক ডেকে মাদক কারবারী ও চুরির ঘটনার সঙ্গে জড়িত অপূর্ব আনসারী ও তার পরিবারের লোকজনকে ধরে থানা পুলিশে সোপর্দ করার সিদান্ত নেন। গ্রামের মাতব্বর কে এম খাইরুল আলম এতে সভাপতিত্ব করেন। খাইরুল আলম জানান, রেখা খাতুনের পরিবারের লোকজন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং তারা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। একই সঙ্গে এই পরিবারের লোকজন চুরির সঙ্গেও জড়িত। তাদের ব্যাপারে গ্রামের লোকজন কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে প্রতিপক্ষের রেখা খাতুনের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগের করলেও ফোন ধরেননি তিনি। অবশেষে ফোন ধরেন রেখার বড় ছেলে বিপ্লব আনসারী। তিনি জানান, তাদের বিরুদ্ধে মোনারুল ইসলামের স্বজন আল হেলাল উল্লাপাড়া মডেল থানায় যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। তার ছোট ভাই অপূর্ব আনসারী মাদকাসক্ত। কিন্তু তিনি মাদক কারবারী নন বা চোরও নন। গ্রামীণ সামাজিক পূর্ব গোলযোগের জের ধরে মোনারুল ও তার লোকজন থানায় মিথা অভিযোগ দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, মোনারুলের লোকজন তাদের বাড়িতে হামলা চালায়। মারধর করে এবং তাদেরকে হত্যার হুমকি দেয়। এ সব কারণেই তারা সিরাজগঞ্জ আদালতে তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দিয়েছেন। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, রেখা খাতুনের সিরাজগঞ্জ আদালতে দেওয়া মামলাটি এখন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিকেশন (পিবিআই) তদন্ত করছেন। ওসি আরও বলেন, আল-হেলাল তালুকদারের দেওয়া অভিযোগপত্রটি পেয়েছেন। পুলিশ এই অভিযোগেরও তদন্ত করবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়