শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

যৌন হয়রানি ও নাম্বার টেম্পারিংয়ের অভিযোগে নাম গোপন রাখার নিশ্চয়তা উপাচার্যের

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী জানিয়েছেন, যৌন হয়রানি ও নাম্বার টেম্পারিং সংক্রান্ত অভিযোগকারীর নাম গোপন রাখা হবে। তিনি বলেন, “এই ধরনের সংবেদনশীল অভিযোগের ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে এবং যথাযথ প্রক্রিয়ায় অভিযোগের নিষ্পত্তি করা হবে।” বুধবার বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মেধাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপাচার্য আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক হয়রানির মতো যেকোনো অভিযোগ তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

” তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই কমিটির কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত হবে। অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়