মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা রাজৈর উপজেলা শাখার পাড় এলাকা হইতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালিও উত্তোলনের সময় মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জন কে আটক করে । আজ ২৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১১ থেকে বেলা ১২ টায় মোবাইল কোর্ট পরিচালনা করে রাজৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান। গোপন সংবাদের ভিত্তিতে ২০১০ সালের মাটি ব্যবস্থাপনা আইন ০৪ ধারা অব্যাহত রেখে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ড্রেজার চালক সহ মোট তিনজনকে আটক করা হয় এবং বালি উত্তোলনের সরঞ্জামাদি ও ৬ ইঞ্চি মোটা প্লাস্টিকের পাইপ কুপিয়ে নষ্ট করা হয় ।
আটককৃতরা হলেন ঠান্ডু ফকির পিতা মৃত আজাহার ফকির সাং কাঁঠাল বাড়ি শিবচর মাদারিপুর। আসিফ হাওলাদার পিতা কামাল হাওলাদার সাং বলেশ্বর জিয়া নগর পিরোজপুর। রাকিব মাতব্বর পিতা খোকন মাতব্বর লুফতি কান্দি সাং চর জানাযাত পুর। এবং ঐসময় আরও ২ জন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আট কৃত আসামিদের মোবাইল কোর্টের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা শাস্তি হিসেবে প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.