জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট দিতে উদগ্রীব: আমীর খসরু


সংবাদের আলো ডেস্ক: দেশের জনগণ ডিসেম্বরের মধ্যেই ভোট দেয়ার জন্য উদগ্রীব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে গুলশান বিএনপি চেয়ারপার্সন অফিসে, বাংলাদেশ জনঅধিকার পার্টি ও গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বিএনপির লিয়াঁজো কমিটি বৈঠক শেষে একথা বলেন তিনি।
তিনি বলেন, দেশ সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই নির্বাচনের পরও সংস্কার সম্ভব। এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর কী কী বিষয়ে ঐকমত্য হয়েছে সে সেটি জনগণের সামনে প্রকাশ করার অনুরোধ করেন তিনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।