কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের চিলাপাড়া গ্রামে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তায় কার্যকর সমাধান খুঁজে বের করতে একটি সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি (স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ) প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. ভরত চন্দ্র শেখর (RMP)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট রাসেল মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনজিও কর্মী রাশেদা পারভীনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র ও রোকন আহমেদ। বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এটি প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা শিশুদের নিরাপদ ভবিষ্যতের জন্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে সামাজিক ও আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.