নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দ ইউনিয়নের নলবাতা নামক এলাকায় নকল বোর্ড বই তৈরির কারখানার সন্ধান পায় এন এস আই। এন এস আইয়ের তথ্য সূত্রে বুধবার(২৩ এপ্রিল)দুপুরে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ হালিম(৩৫) নামের মালিকানাধীন ওই ছাপাখানা থেকে বিপুল পরিমাণ প্রাথমিক ও মাদ্রাসা বোর্ডের বই উদ্ধার করা হয়েছে। পরে ছাপাখানাটি সিলগালা করে দেয়া হয়। অবৈধ এই কারখানার মালিক মোঃ হালিম সিংড়া উপজেলার গুপ্তিপাড়া গ্রামের মৃত আঃ জলিল এর ছেলে।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর ব্যবস্থাপনায় উদ্ধারকৃত নকল জেনারেল ও মাদ্রাসার বইগুলোর সংরক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কারখানার মালিক এ সময় অনুপস্থিত থাকায় মামলা বা জরিমানা করা যায়নি। এ ব্যাপারে মালিকের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন যৌথবাহিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.